কানাডায় বাংলা ভাষাভাষী ও শিখধর্মাবলম্বীসহ নানা জাতিগোষ্ঠী পয়লা বৈশাখ পালন করেছেন। ১৪ এপ্রিল কিংস্টন শহরে শিখ ও বাংলাদেশি বংশোদ্ভূতরা বরণ করে নেন বাংলা নতুন বছরকে। এ উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি সস্ত্রীক শিখদের ধর্মীয় উপাসনালয় সফর ও ব্রত পালন করেছেন।